ফটোশপে ইমেজ ড্রাগ আন্ড ড্রপ করতে পারছেন না ব্লক সাইন দেখাচ্ছে করে ফেলুন সমাধান এক নিমেষেই | PC Tips & Tricks
আসুন জেনে নেই -ঃ
প্রথমে একটি ভিডিও টিউটোরিয়াল অন্তর্ভুক্ত করা হল এইটি দেখে সহজেই করে নিতে পারেন সমস্যার সমাধা অথাবা নিচে স্ক্রিনশট দেখে দেখে করে নিতে পারেন উভয় আপনাদের সুভিধার্থে দেওয়া হল-
প্রথম আপনার কম্পিউটার এর সার্চ বক্সে regedit লিখে সার্চ দিন অথাবা সরাসরি রানে গিয়েও লিখে ইন্টার করে নিতে পারেন।
সার্চ করে খুজে পেলে দুই নং দেখানো ফাইলে ক্লিক করে ফাইল টা চালু করুন –
* এবার তিন নাম্বার ডাবল ক্লিক করুন।
* এবার ৪ নাম্বার ডাবল ক্লিক করুন।
* এবার ৫ নাম্বার ডাবল ক্লিক করুন।
* এবার ৬ নাম্বার ডাবল ক্লিক করুন।
* এবার ৭ নাম্বার ডাবল ক্লিক করুন।
* এবার ৮ নাম্বার ডাবল ক্লিক করুন।
* এবার ৯ এবং ১০ নাম্বার ডাবল ক্লিক করুন।
* ১০ নাম্বারে ক্লিক করলে এরকম আসবে এবার অখানো দেখানো মোতাবেক ১ কেটে দিয়ে ০ লিকে অকে করে বেরিয়ে আসুন এবং আপনার কম্পিউটার রিস্টার্ট দিন।
* কম্পিউটার চালু করে ফটোশফ রান করে দেখুন কাজ হয়ে গিয়েছে।
আশা রাখছি টিউনটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে লেগে থাকলে শিয়ার করতে ভুলবেন না এবং নানা টেক এবং লাইফস্টাইল নিউজ ও টিউটোরিয়াল পেতে এখনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।









Social Plugin